নোয়াখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (০৫ মার্চ) নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন
এর আগে, মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার হাউজিং বালুর মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্লাহের মেয়ে ও কক্সবাজারের টেকনাফ থানার হিলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে এরশাদ উল্লাহ (৩৮)।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালী সদর থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।