নোয়াখালীর কবিরহাটে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, ওই গ্রামের মো: আবদুল হাইয়ের ছোট ছেলে আবিদ হোসেন (৪) ও মেয়ে বিবি ফাতেমা (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে শিশু আবিদ ও ফাতেমা পুকুরে হাত-মুখ ধুতে যায়। তাদের মা মোছা: রুচিয়া খাতুন অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের দিকে খুঁজতে যান।
তখন পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেন। পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে ভাই-বোনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়ে কবিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।