নোয়াখালীর জেলা শহরের মাইজদী এলাকায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মাইজদী এলাকার বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাড়ির দুইতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগে স্বামী মেহেদি হাসান শুভ (২২) তার স্ত্রী তামান্না ইসলামকে (১৬) গলাকেটে হত্যা করে, এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন। সোমবার সকাল ৬টা থেকে-৭টার মধ্যে স্বামী মেহেদিতার স্ত্রী তামান্নাকে গলাকেটে হত্যা করেন। এরপর নিজেও গলায় ফাঁস নেন। এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বিছানায় তামান্নার মরদেহ পাওয়া যায় ও পাশেই হত্যায় ব্যবহৃত একটি বটি পড়ে থাকতে দেখা যায়। বিছানার ওপরে থাকা সেলিং ফ্যানের সঙ্গে স্বামীর লাশ ঝুলতে দেখা যায়। হত্যার পর রক্ত দিয়ে দেয়ালে লেখা হয়ছে ‘গালিও মারে ভালবাসা’।
জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালীর জেলা শহরের মাইজদী এলাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন ছিল। প্রথমে স্বামী তার স্ত্রীর গলাকেটে হত্যা করে। তারপর নিজে সেলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলেই প্রাধমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।