নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌ’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাজ বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব করা হবে বলে জানান নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এ কথা বলেছেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘নৌ’ শব্দটি থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাজ বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, আমি জাহাজ চালাই।
তিনি আরো বলেন, ২০০৯-২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ২ হাজার ৬৯৯ জন। এতোদিন যারা দায়িত্বে ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি এবং দুর্নীতির আখড়া বানিয়েছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন না হলে, বহু মানুষের স্থান হতো আয়নাঘরে। শেখ হাসিনার পতন না হলে আমিসহ আরো অনেককে আয়নঘরে থাকতে হতো। ৬টি সংস্কারের কথা বলা হয়েছে, যা অনেক বড় ধরনের। তা অল্প সময়ের মধ্যে করা সম্ভব হবে না।