পঞ্চগড়ের বোদায় শ্বশুর বাড়ি থেকে দেবারু (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বানিয়াপাড়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবারুর নিজের বাড়ি না থাকায় এবারের ঈদ উদযাপনে স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন তিনি। দেবারুর সাথে ঝগড়ার জেরে সোমবার (১৫ এপ্রিল) সন্তানদের নিয়ে গাজীপুরে ফেরেন স্ত্রী পেয়ারা। এই ক্ষোভে আজ বিকেলে শ্বশুরবাড়ির একটি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
পঞ্চগড়ের বোদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধরের বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।