পটুয়াখালীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল হক ওরফে নাফিজ নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মহাসড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নেয়ামুল হক ওরফে নাফিজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নেয়ামুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, নেয়ামুলের বন্ধু সাফিন ও ফারাবী।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার দিকে নেয়ামুল ঢাকা থেকে আগত দুই বন্ধু সাফিন ও ফারাবিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জে ঘুরতে যায়। পরে সেখান থেকে ফেরার পথে সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নেয়ামুল ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তদের উদ্ধার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নেয়ামুলকে মৃত ঘোষণা করেন। আহত সাফিনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ।