পটুয়াখালীতে নুরজাহান বেগম (৪৫) নামের দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদার। রবিবার (০৫ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে হত্যার পরে স্বামী নুর মোহাম্মদ হাওলাদার থানায় গিয়ে আত্মসমর্পণ করে। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবারের স্বজনরা বলেন, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী নুরজাহান বেগমের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাতে তালাক দেওয়ার জন্য স্ত্রী নুরজাহানকে চাপ প্রয়োগ করেন তার স্বামী। এ নিয়ে গত রাতে তাদের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে পুত্রবধূদের মধ্যস্থতায় তারা থামে এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে স্ত্রী নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করে স্বামী নুর মোহাম্মদ। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।
পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ বলেন, এ ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
তিনি আরও জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।