পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে মো: সাব্বির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই মো: সজিব হোসেনকে (২৩) পিস্তলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, নিহত সাব্বিরের পরিবারের লোকজন এই ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দিয়ে সাব্বির হোসেনকে নিয়ে বরিশাল যায়। মাথায় গুলির চিহ্ন থাকায় গুরুতর অবস্থায় বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সাব্বিরকে। পরে ঢাকায় নেয়ার পথে গত রবিবার গভীর রাতে মারা যায় সাব্বির।
তিনি আরও জানান, সোমবার (১১মার্চ) দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের ভেতরের পাতার বস্তা থেকে একটি অবৈধ্য পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এই পিস্তল দিয়েই সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন, এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহতের বাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নিহত সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।