অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন থাকলেও ফয়েজ আহমদ স্পষ্ট করে জানিয়েছেন, এমন কিছু ঘটছে না। তার ভাষায়, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।’
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লেখেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার দরকার নেই। কিন্তু বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর প্রয়োজন রয়েছে।”
তিনি আরও বলেন, “বরং এখন প্রয়োজন, পুরো ক্যাবিনেট আরও সক্রিয় হোক। উপদেষ্টারা যেন দৃশ্যমানভাবে কাজ করেন এবং সরকার কার্যকরভাবে জনগণের সামনে অগ্রগতি তুলে ধরতে পারে।”
পোস্টে সেনাবাহিনীর ভূমিকাও উঠে এসেছে। ফয়েজ আহমদ মন্তব্য করেন, “আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। সুতরাং রাজনৈতিক প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য গ্রহণযোগ্য হয়নি। তবে সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান বজায় রাখতে হবে এবং আস্থা রাখতে হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, “কোনো হঠকারী সিদ্ধান্ত চলবে না। আর ইনক্লুসিভনেসের নামে কোনো দলকে পুনর্বাসনের দাবিও গ্রহণযোগ্য নয়।”
প্রধান উপদেষ্টা এই বিশেষ সহকারীর ভাষ্য মতে, এখন প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসা। “বিচ্ছিন্নতা নয়, সংলাপই পথ দেখাবে বলেও জানান তিনি।