২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করাতে ছোট বোন শেখ রেহানাকে পা ধরতে হয়েছিল—এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে।
রোববার (২৫ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল বিচারকদের সামনে ওই লিখিত প্রতিবেদন পাঠ করেন। তিনি বলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি পদত্যাগে রাজি হন।”
প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টার অংশ হিসেবে শেখ রেহানা নিজ হাতে বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন। এরপর দুই বোন সামরিক হেলিকপ্টারে করে গোপনে দেশ ছাড়েন।
এদিকে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।
এর আগে, গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। পরে ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও তা জমা না দেওয়ায়, আদালত রেজিস্ট্রারকে দুটি জাতীয় পত্রিকায় হাজিরার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।
উল্লেখ্য, আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ মে হাজির হওয়ার কথা থাকলেও দুইজনের কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি।