রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর স্বাদু পানির রাজা ইলিশ আবারও তাক লাগালো দামে। শনিবার (১২ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন হালিম সরদারের মৎস্য আড়তে পদ্মার এক বিশাল আকৃতির ইলিশ মাছ বিক্রি হয় ৮ হাজার ৫০০ টাকায়।
ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। এই বিশাল আকৃতির ইলিশটির দিকে চোখ আটকে যায় আড়তে উপস্থিত সকলের। মাছটি প্রথমে হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বহু মৎস্য ব্যবসায়ী ও ক্রেতা। শেষ পর্যন্ত মাছটি কিনে নেন দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
শাহজাহান শেখ জানান, “আমি আড়ত থেকে মাছটি কিনেছি ৮ হাজার ৩০০ টাকায়। পরে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।”
মৎস্যজীবীরা বলছেন, পদ্মার স্বাদু পানির ইলিশের চাহিদা সারা দেশেই বরাবরের মতোই বেশি। তার ওপর যদি হয় এমন বিশাল আকৃতির মাছ, তাহলে তো কথাই নেই। তারা আরও জানান, সম্প্রতি নদীতে বড় আকৃতির ইলিশ পাওয়া বেশ দুষ্কর। তাই এমন একটি মাছ বাজারে এলেই তা ঘিরে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়।