হাওর অঞ্চলের প্রকল্প বাস্তবায়নে অবহেলার অভিযোগে সুনামগঞ্জ এলজিইডির এক নির্বাহী প্রকৌশলীকে ফোনে কড়া ভাষায় ধমক দিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিতে গিয়ে ঘটনাটি ঘটে। কৃষকদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন উপদেষ্টা।
স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে নির্মিত রাবার ড্যামটি এখনও অকার্যকর। এতে করে পানি সঞ্চালনে সমস্যা হচ্ছে এবং ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।
বিষয়টি শুনেই স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে ফোন করেন। প্রকৌশলী ওই সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ফোনেই উপদেষ্টা বলেন, “পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না! আপনি এই মুহূর্তে দেখার হাওরে আসেন।”
প্রকৌশলী কথা বলার চেষ্টা করলে উপদেষ্টা ফের বলেন, “আপনি জানেন না আমরা আজ হাওরে যাচ্ছি? গজারিয়ায় রাবার ড্যামের কাজ শেষ হতে কতদিন লাগবে? সাত দিনের মধ্যে কাজ শেষ না হলে আপনাকেই রিপিয়ারিং করে দেবো।”
এ ধরনের সরাসরি হস্তক্ষেপ ও দায়দায়িত্ব নিরূপণের কড়া অবস্থান স্থানীয় প্রশাসনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি উপদেষ্টার হুঁশিয়ারি ও সরাসরি হস্তক্ষেপে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
সরকারি প্রকল্পে দেরি বা অবহেলা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, তা সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর গভীর প্রভাব ফেলে। হাওরের মতো জীববৈচিত্র্যময় অঞ্চলে সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত না হলে ক্ষতির ভার বইতে হয় কৃষকদেরকেই।