বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী। ৬ মার্চ (শুক্রবার) গভীর রাতে শহরের কর্মকারপাড়া সরকার প্যালেসের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তিথি দত্ত সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার পরদিন, (০৭ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। তিথির বাবা উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় মেয়ের রুমের লাইট জ্বলতে দেখে ডাক দেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন, বারান্দার ভিমের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছেন তিথি।
চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। এ আত্মহননের কারণ এখনও স্পষ্ট নয়, তবে পরিবারের সদস্যরা মানসিক চাপে থাকার কোনো ইঙ্গিত পেয়েছিলেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।