পরীক্ষার খাতায় পা দিয়ে লিখে এসএসসি পাশ করেছেন মো: সিয়াম মিয়া নামের এক শিক্ষার্থী। সিয়াম চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
সিয়াম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনা পাড়া গ্রামের দিনমজুর দম্পতি মো: জিন্নাহ মিয়া-জোসনা বেগমের ছেলে।
অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন মেধাবী ও অদম্য মনোবলের শিক্ষার্থী সিয়াম। হাত না থাকলেও অন্যের সাহায্য ছাড়াই এসএসসি পরীক্ষার খাতায় পা দিয়ে লিখে পাশ করেছেন তিনি। মনের অদম্য শক্তিতে শারীরিক সীমাবদ্ধতাকে পিছনে ফেলে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছেন সিয়াম মিয়া।
জানা গেছে, জিন্নাহ-জোসনা দম্পতির ৩ সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকেই সিয়ামের ২টি হাত না থাকলেও পড়াশোনা ও খেলাধুলায় হাল ছাড়েনি।
২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের উদনা পাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো ফলাফল করে। এরপর জেএসসি পরীক্ষাতেও অংশ নিয়ে ভালো ফলাফল লাভ করে সিয়াম।
ছোটবেলায় ভাই-বোনের সাথে স্কুলে গিয়ে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ জাগে সিয়ামের। বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে ঘষা-মাজা করতে করতে লেখার অভ্যাসটা শুরু হয় তার। পরবর্তীতে অভ্যাসের সাথে সাথে বাঁ পা দিয়ে লেখা শুরু করে সিয়াম।