আসন্ন পহেলা বৈশাখের উৎসব যেন আনন্দঘন ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আশ্বস্ত করে বলেন, এ উৎসবকে ঘিরে বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই। মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করবে। এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ঘাটতি থাকবে না।”
তিনি আরও জানান, পহেলা বৈশাখে জনসমাগম বেশি হয় বলে আগাম সতর্কতা হিসেবে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ এবং মোবাইল টিমের প্রস্তুতির পাশাপাশি র্যাব ও পুলিশ মাঠে থাকবে।
এ সময় সাম্প্রতিক কিছু এলাকায় গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন,“এই ধরনের কার্যকলাপ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন কিছু না ঘটে, সে জন্য সরকার সতর্ক রয়েছে।”
উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।