পাবনায় পূর্ব বিরোধের জেরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবুল কাশেম পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।
জানা গেছে, পূর্ব বিরধের জেরে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আবুল কাশেম তার বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা মো: লাড্ডু সুলতান সেটা দেখতে পান। পরে তিনি বাড়ি থেকে ধারালো চাকু এনে আবুল কাশেমকে চাকু দিয়ে আঘাত করতে থাকেন। এসময় সামির হোসেন ও তার বাবার নেতৃত্বে ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও কাশেমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন।
এক পর্যায়ে আবুল কাশেমের দেহ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা গুরতর অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাবনায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত আসামদের আটকের পুলিশি অভিযান চলমান রয়েছে।