পাবনার আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুরের দুই এতিম শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের বাবা আলতাফ প্রামাণিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, আর মা জন্মের দিনেই তাদের ফেলে চলে যান। এরপর থেকেই মানবেতর জীবন কাটাতে থাকা এই দুই শিশুর দুর্দশার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তারেক রহমান তাদের সহায়তার উদ্যোগ নেন।
তারেক রহমানের নির্দেশে, ‘আমরা বিএনপি পরিবার’ শনিবার (১৫ মার্চ) পাবনার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুরে গিয়ে শিশুদ্বয়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়। পাশাপাশি, তাদের মাসিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত আলতাফ প্রামাণিকের স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর তাদের ফেলে চলে যান। এরপর দুই এতিম শিশুর দায়িত্ব নেন তাদের দাদা রাজু প্রামাণিক, যিনি ছোট একটি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এই করুণ পরিস্থিতির ভিডিও দেখে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে তাদের সাহায্য করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং সহমর্মিতার বার্তা দেন। এছাড়া, ঢাকার পক্ষ থেকে মোবাইল ফোনে খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাস-এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।