পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, দেশের মোট আয়তনের ১ দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী বসবাস করে। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সোমবার (০২ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাগুলোর সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় সাধারণ জনগণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪ পালিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই উপলক্ষ্যে আমি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।