পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট সেবা বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি বলে জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে এসে এ কথা বলেছেন উপদেষ্টা নাহিদ।
উপদেষ্টা নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট সেবা বন্ধ করার মতো কোনও ঘটনা ঘটেনি। এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রচার করা হচ্ছে। সেখানে নেট সেবা সচল রয়েছে।
তিনি বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সাথে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে নাহিদ বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক ভাবে সম্পূর্ণ হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে। আশা করছি সকলেই ঘর পাবে, এ জেলায় কেউ গৃহহীন থাকবে না।
জেলার ফুলগাজী উপজেলার জগতপুরেও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ। এ সময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার (এসপি) মো: হাবিবুর রহমান প্রমুখ।