সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাসপোর্ট তার হাতে হস্তান্তর করেছে পাসপোর্ট অধিদপ্তর। বুধবার (০৭ আগস্ট) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের একটি সূত্র এসব নিশ্চিত করেছে।
এর আগে, গতকাল দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়ার পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়। তাকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত (০৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়।