পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৫ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত ৫ জন হলেন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) এবং তার ৬ মাস বয়সী মেয়ে বিজলী পাত্র, সেভন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও অনন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫)। এর মধ্যে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে ২ জন মারা যান। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
আহতরা হলেন, পুশ পাত্র (৪০), তার দুই সন্তান জিদান পাত্র (১৮) ও আরেক শিশুপুত্রসহ লেগুনার চালক ও ২ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত হতে গরু নিয়ে ১টি পিকআপ ট্রাক হরিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে চিকনাগুল থেকে লেগুনাকরে মোকামপুঞ্জি এলাকায় বৌভাত খেতে যাচ্ছিল পাত্রী সম্প্রদায়ের এক পরিবার।
দরবস্ত নামক এলাকায় পৌঁছালে যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই পিকআপ ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে ২ জন মারা যান। এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
পিকআপ ও লেগুনার সংঘর্ষের বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয়দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।