বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ ও পেশাদার সংস্থায় পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের প্রধান কাজ হচ্ছে অপরাধ দমন, দেশে সাধারণ জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। দেশের বর্তমান পরিস্থিতিতে নবীন পুলিশ সদস্যরা সৃজনশীল কাজে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন বলে আমি বিশ্বাস করি।
এসময় বেস্ট অ্যাকাডেমিক ক্যাডেট হিসেবে নির্বাচিত হন বদিউজ্জামান, ফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি বাহারুল আলম।