আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের সালথায় যৌথ অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে সালথা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটতরাজের পর বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এক বীরমুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন গুরতর আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলার কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা মো: সৈয়দ আলী শেখ বাদী হয়ে থানায় ওয়াদুদ মাতব্বরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই রাতে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে আটক করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত রবিবার দিবাগত রাতে মোট ৪২ জনকে আটক করে। এর মধ্যে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমদাদ হুসাইন জানান, সালথায় পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এই ২টি ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এই ২ মামলায় জড়িত বাকি আসামিদের ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।