শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে

প্রকাশ্যে রাস্তায় অশালীন অঙ্গভঙ্গি’র ঘটনায় ৩ বখাটে গ্রেফতার

বিশেষ সংবাদ

রাজশাহীতে প্রকাশ্যে নারীদের উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গির ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, নগরীর সিএন্ডবি মোড় এলাকায় কয়েকজন যুবক পথচারী নারীদের উদ্দেশ্যে অশালীন আচরণ করছে এবং তাদের এক সহযোগী সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় সমালোচনার ঝড়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চারজনকে শনাক্ত করে তাদের ছবি মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে জুবায়ের হোসেন রাকিব (১৯) এবং সবুজ (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রাকিবের বাড়ি লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় এবং সবুজের বাড়ি মহিষবাথান এলাকায়।

এরপর বিকেল সাড়ে ৪টায় একই থানার সায়েরগাছা এলাকা থেকে মো. রাজু (২১) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, “ঘটনার ভিডিও দেখার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সমাজে এমন আচরণ যেন আর না ঘটে, এজন্য আমরা শুধু আইনি ব্যবস্থাই নিচ্ছি না, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে।”

এই ঘটনার পর রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক নিন্দা। সামাজিক মাধ্যমে অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ...

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে করতোয়া নদীর পাশে শ্মশানঘাটের নিচের জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর...

কাশ্মীরের বান্দিপাড়ায় লস্কর-ই-তৈয়বারের শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’...

শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে করতোয়া নদীর পাশে শ্মশানঘাটের নিচের জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

কাশ্মীরের বান্দিপাড়ায় লস্কর-ই-তৈয়বারের শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। হামলার দায় স্বীকার...

সবজির বাজারে আগুন, স্বস্তি মাংস-মুরগিতে

ঈদের পরপরই রাজধানীর কাঁচাবাজারে আগুন লেগেছে সবজির দামে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত...