বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্র) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনও অবস্থাতেই পিঠ প্রদর্শন করেব না তোমরা। আমি বিশ্বাস করি যে, তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই এই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করে। তোমরাই হবে আমাদের দেশের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
তিনি আরও বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে।
এসময় অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।