পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। বুধবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন করে রয়েছেন। তারা হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো: শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে শাহাদাৎ (১০) ও অপর ছেলে আবদুল্লাহ (৩) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মো: মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), ছেলে সোয়াইব (২) ও মেয়ে মুক্তা (১২)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শাওন ও মোতালেব তাদের পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকার যোগে শাওনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিলেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান জানিয়েছেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ৮ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে।