সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

বিশেষ সংবাদ

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

গ্রেপ্তারকৃতরা হলেন, আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), ও আল আমিন সানি (১৯)। পুলিশ জানায়, দুপুর ২টায় তাদের আদালতে হাজির করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার কথা জানায়

তবে মীমাংসার পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এরপর রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে দাফন সম্পন্ন হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার দিবাগত রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকা ‘কথিত প্রেমিকা’র পরিচয় শনাক্ত হলেও তার নাম উল্লেখ করা হয়নি।

মামলার উল্লেখ্য আসামিরা হলেন, মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

দোকান ভাড়া নিয়ে বিরোধ, মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, ঘাতক আটক

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার ঘিলাতলী...

“রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়”: আদালতে শাজাহান খান

আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “রাজাকাররা আজ ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।” সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

দোকান ভাড়া নিয়ে বিরোধ, মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, ঘাতক আটক

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল)...

“রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়”: আদালতে শাজাহান খান

আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “রাজাকাররা আজ ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।” সোমবার (২১...

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি আগামীকাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামীর সাবেক...