বগুড়ার শেরপুর উপজেলায় এক বিস্ময়কর অভিযানে উদ্ধার হয়েছে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। স্থানীয় এক পুকুরপাড়ের খাদ্যঘরে লুকিয়ে রাখা ছিল এই মূর্তিটি, যার ওজন ২৯ কেজিরও বেশি। র্যাবের তৎপরতায় মূর্তিটি উদ্ধার হওয়ার পাশাপাশি পাচার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে।
উদ্ধার হওয়া মূর্তির দৈর্ঘ্য ২৯.৫০ ইঞ্চি এবং প্রস্থ ১২.৭৫ ইঞ্চি। মূর্তিটি কী উপাদানে তৈরি এবং এর বাজারমূল্য কত তা নির্ধারণের কাজ চলছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় নাসিম উদ্দিন (২৮), অরিন প্রামানিক (৩৫) ও বুলবুল আহাম্মেদ (৪০)।
স্থানীয় সূত্র জানায়, একটি পুকুরপাড়ে শিশুরা খেলার সময় আচমকা একটি ধাতব মূর্তি দেখতে পেয়ে চিৎকার করে। এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং র্যাব অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূর্তিটি পাচারের জন্যই লুকিয়ে রাখা হয়েছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র্যাব অভিযানের পর রাতেই গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তিনজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।