ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ রেবেকা বেগম ওরফে ‘বিন্দু মাসি’ আবারও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার (৫ মে) বিকেলে বিন্দু মাসিকে ফরিদপুর আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার ছোলনা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী বিন্দু মাসিকে আটক করে। এসময় তার ঘর থেকে উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন বিন্দু মাসি ও তার স্বামী কাইয়ুম। কখনও পুলিশ, কখনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ধরা পড়েছেন তারা। তবে জামিনে বের হয়ে বারবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্যমতে, তারা এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করেন। এতবার ধরা পড়ার পরও বারবার ছাড়া পেয়ে আবারও মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত রেবেকা বেগম ওরফে “বিন্দু মাসির বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় ১৭টি মামলা চলছে। এ ছাড়াও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে রয়েছে প্রায় ৩৪টি মামলা।” এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।