ফরিদপুর সদরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে একই পরিবারের ৫ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
একই পরিবারের নিহতরা ৫ জন হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেজিডাঙ্গা গ্রামের মো: রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), ২ ছেলে হাবিব মোল্লা (৩) ও রুহান মোল্লা (৬) এবং রফিক মোল্লার মা।
নিহত রফিক মোল্লা ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে চাকরি করতেন। তিনি ঈদের ছুটি শেষে মা, স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে পিকআপভ্যানযোগে ঢাকায় যাচ্ছিলেন।
ফরিদপুর সদরে সড়ক দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা ১টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মর্জিনা বেগম।