ফাইটার সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত ‘ফাইটার’ সিনেমাটির মুক্তির অনুমতিও দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কিন্তু ভারতীয় এ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তিতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আপত্তি জানিয়েছে।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক মো: অনন্য মামুন মুক্তি না পাওয়ার এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক মো: খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে বলেন, ‘ফাইটার’ সিনেমাটি শুধু ৩০ জানুয়ারি পর্যন্ত সিনেমা হলে চলতে পারে। কিন্তু ভাষার মাস ফেব্রুয়ারিতে এই সিনেমা চলবে না।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের এক চিঠিতে জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে অথবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে ১টি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি।
এই চিঠির প্রেক্ষিতে গণমাধ্যমকে অনন্য মামুন বলেন, বাংলাদেশে ‘ফাইটার’ সিনেমাটি আমরা রিলিজ করব না। কারণ ইন্ডিয়ান প্রযোজক মাত্র ৬ দিনের জন্য সিনেমাটি রিলিজ করবে না।