বগুড়ার শেরপুরে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে “ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এই সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে “ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে এই কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে মসজিদের সামন থেকে একটি মিছিল শুরু হয়ে মহসড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদের সামনে সংহতি সমাবেশ করে সংগঠনটি।
কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মওলানা এজাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে কবতব্য রাখেন মওলানা আব্দুর রহমান, মওলানা মতিউর রহমান, মুফতি নজরুল ইসলাম, মওলানা এমরান খান, মওলানা আব্দুল আওয়াল প্রমূখ।
বক্তারা বলেন, পশ্চিমাদের মদদে ফিলিস্তিনে দখলদার ইসরাইল বিমান হামলা করে নির্বিচারে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে।
কিন্তু আন্তর্জাতিকভাবে মানবাধিকারের বুলি আওরানো দেশ ও সংগঠনগুলোও নিরব ভূমিকা পালন করছে। এদশের সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোন নিন্দা জানানো হয়নি।
তারা অবিলম্বে জাতীয় সংসদে ফিলিস্তিনে ইসরাইলী হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ওই দেশের সকল পণ্য বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।