ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মো: আলী আকবর খান মানিক (৫০) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মোকামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবর খান জেলার হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৌলভী বখতার হোসেন খানের ছেলে। তিনি ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া নওজোয়ান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেরার ভাইটকান্দি বাজার থেকে মোটরসাইকেলযোগে বিশেষ কাজে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে ফুলপুরে যাওয়ার পথে মোকামিয়া বাজার এলাকায় পৌঁছলে পথে মধ্যে হঠাৎ একজন লোক তার মোটরসাইকেলটির সামনে পড়ে যায়। এসময় ব্রেক টানলে তিনি গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে যান। এতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত মানিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।