দেশের স্বর্ণের বাজার যেন আগুন ছুঁইছুঁই। মাত্র কয়েকদিন আগেই দাম বাড়ানো হয়েছিল, এর মধ্যেই আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।
বুধবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় আনা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
নতুন দামে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি মূল্য, ২২ ক্যারেট ১,৬৯,৯২১ টাকা, ২১ ক্যারেট ১,৬২,২০০ টাকা, ১৮ ক্যারেট ১,৩৯,০২৩ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,১৪,৯৪৯ টাকা।
তবে মনে রাখতে হবে, এই দামের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও গুণগত মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর মাত্র চার দিন আগে, ১৭ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছিল ১,৬৭,০৯৮ টাকা। সেই তুলনায় এবার দাম বাড়ল ২,৮২৩ টাকা।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে আর ১২ বার কমেছে।
অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার দামের সমন্বয় হয়েছিল। তখন ৩৫ বার দাম বেড়ে ছিল, আর ২৭ বার কমেছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজার রয়েছে স্থির। এখনো ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৮১১ টাকায়। অন্যান্য ক্যারেটের রুপার দাম, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি ১,৭২৬ টাকা।