বগুড়ায় এবারের পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে প্রায় ১ হাজার ৮০৩টি ঈদগাহ মাঠে। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে এ তথ্য জানান জেলা প্রশাসক ও আয়োজক কমিটির সভাপতি হোসনা আফরোজা।
শহরের ঐতিহ্যবাহী সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ঘুরে দেখা যায়, ঈদের নামাজের জন্য মাঠ সাজানো হচ্ছে দৃষ্টিনন্দনভাবে। মুসল্লিদের আরামের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ছাউনি। প্রশাসনের পক্ষ থেকে মাঠের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ঈদের আনন্দে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
নামাজ আয়োজন নির্বিঘ্ন করতে মাঠ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসক জানান, বগুড়ার সর্ববৃহৎ ঈদগাহ সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এটি বগুড়ার অন্যতম ঐতিহ্যবাহী ঈদগাহ যেখানে সর্বস্তরের মুসল্লিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।
এবারই প্রথমবারের মতো সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এই উদ্যোগ মুসলিম নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ঈদুল ফিতরের খুশিকে আরও বর্ণিল করবে।
বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদের পবিত্র আনন্দঘন মুহূর্ত উপভোগের জন্য। প্রশাসনের কড়া নজরদারি ও সুব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত হবে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ—এমনটাই প্রত্যাশা সকলের।