বগুড়ায় কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে মো: আবিদ দোহা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দোহা উপজেলার তেতুলিয়া গ্রামের শিক্ষক মো: সাইদুজ্জামান তোতার ছেলে এবং নওগাঁ কেডি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জনা গেছে, দোহার পরিবার আদমদীঘি উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে সেখানেই রেখেছিলেন। সোমবার ঈদের দিন সকালে কোরবানির জন্য দোহা একটি ভটভটি নিয়ে গরুটি আনতে যায়।
গরু নিয়ে ফেরার পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে ভটভটি উল্টে গুরুতর আহত হয় দোহা। ঘটনাস্থল থেকে দোহাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে বাকি কাজ সম্পন্ন করা হবে।