বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস-চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী

বিশেষ সংবাদ

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা জুড়ে এখন চলছে উপজেলা নির্বাচনের আমেজ। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে যেমনটা তৎপর হয়ে উঠেছিলেন বগুড়ার ১২টি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। তেমনি নির্বাচন কমিশন ঘোষিত অনুষ্ঠিতব্য ৪ ধাপের উপজেলা নির্বাচন।

সে অনুযায়ী বগুড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে ৮ মে। ইতিমধ্যে আরো ৬ উপজেলায় প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে ও প্রতীক পেয়ে নির্বাচন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে এখন পর্যন্ত অন্য কোন দলের তৎপরতা না দেখা গেলেও পুরোটাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে নির্বাচনী মাঠে।

শেষ ধাপের নির্বাচনে তথা ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে বগুড়ার তিন উপজেলা শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত ৪ ধাপের তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার(০৯ মে) মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

এর ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা অনলাইনে এবং নিজে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সুমন জিহাদীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগের নেতা জনবন্ধু এমএ হান্নান, বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জাকারিয়া তারেক বিদ্যুৎ ও মোঃ রুবেল আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, গাড়ীদহ পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও বিধান কুমার ঘোষ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী বেগম, কৃষকলীগের নেত্রী মর্জিনা বিবি, স্থানীয় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন ও শিখা খাতুন তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কর্মকর্তা আরো জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৬৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৫৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ৪৯হাজার ১১৫জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭ ও ভোট কক্ষের সংখ্যা ৮০০। এর মধ্যে স্থায়ী ৬৭৭ ও অস্থায়ী ভোট কক্ষ ১২৩টি।

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। একইদিন বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে এবং উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও যুবলীগ নেতা অমৃত কুমার সাহা লিটন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেত্রী নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি সাহা, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা রেবা এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষ ৬৮৭টি। এরমধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৬৬টি।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবিরের নিকট তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন অনলাইনে মনোনয়ন দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো.বাবু হক জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫জনের মধ্যে- বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, উপজেলা যুব সংহতির আহবায়ক সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল এবং সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. ইলিয়াস আলী।

এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার জানায়, ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮৪১ জন। এ উপজেলায় ৪৯টি কেন্দ্রে আগামী ৫ জুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েস জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে।

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত আপিল দায়ের করা যাবে। ১৬ থেকে ১৮ মে আপিল নিষ্পত্তি হবে। ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মালায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে...

জনপ্রিয়

অপরাধ

হত্যার পর দাফন-কাফনে সহায়তা করেও শেষ রক্ষা হলো না

নওগাঁয় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাতভর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের...

বগুড়ার শেরপুরে ১৯ দফা দাবি নিয়ে ছাত্র-জনতার গণসংযোগ

বগুড়ার শেরপুরে ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার বিচার, সড়ক ও পরিবহন ব্যবস্থা আধুনিকীকরণ এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।...

হত্যার পর দাফন-কাফনে সহায়তা করেও শেষ রক্ষা হলো না

নওগাঁয় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাতভর...

বগুড়ার শেরপুরে ১৯ দফা দাবি নিয়ে ছাত্র-জনতার গণসংযোগ

বগুড়ার শেরপুরে ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার বিচার, সড়ক ও পরিবহন ব্যবস্থা আধুনিকীকরণ এবং জনগণের বিভিন্ন...

আন্তঃজেলা চোর চক্রের হোতাসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

বগুড়ার শেরপুর থানা-পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোঃ দুলাল মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে। এসময় তার বাড়ি থেকে...

নতুন করে রেল কর্মচারীদের আর কোনও দাবি মানা সম্ভব না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের...