বগুড়ায় জামাইয়ের হাতে বৃদ্ধ শ্বশুর খুন হয়েছেন। বগুড়ার শিবগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্বশুর মো: আব্দুস সাত্তার (৭০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুস সাত্তার উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামের মৃত মো: শরাফত প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
এর আগে গত (৬ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘী গ্রামে অসুস্থ নাতনি স্নিগ্ধাকে দেখতে যান সাত্তার। সেখান থেকে ফেরার পথে মেয়ের জামাই মো: মতিয়ার রহমান পারিবারিক কলোহের জেরে তাকে মারধর করার পর মাথায় ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজনরা টের পেয়ে আবদুস সাত্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনিত হলে তাকে হাসপাতলটির আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।
এই ঘটনায় গত (৮ ডিসেম্বর) তার ছেলে মো: মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আবদুস সাত্তারের মেয়ের জামাই মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
তিনি আরও বলেন, আমার বাবাকে কোন দোষ ছাড়াই মো: মতিয়ার খুন করেছে। তাকে দ্রূত আটক করে বিচারের দাবি জানাচ্ছি।
বগুড়ায় জামাইয়ের হাতে বৃদ্ধ শ্বশুর খুনের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকেই মতিয়ারসহ আসামিরা পলাতক আছেন। তাদের দ্রূত আটকের চেষ্টা চলছে।