বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যা মামলার আসামি মো: পান্না তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার (১৯ গ্রেফতার) বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৮ অক্টেবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত সাগর তালুকদার শাজাহানপুরের শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগর হোসেনের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ২টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় নিহত সাগর হোসনের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে শজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বগুড়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তারের বিষয়ে বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিহত সাগর তালুকদার পান্না তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার মামলা থেকে তার নাম তুলে নেওয়ার জন্য ৩২ লাখ টাকা চাঁদা দাবি করলে সেই চাঁদা দিলে পান্না তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিতে থাকে সাগর। এরই পরিপ্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করার জন্য প্রতিশোধ নিতে সাগর ও তার সহযোগী স্বপনকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত পান্না তালুকদারকে শাজাহানপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।