বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু বেতার কেন্দ্রের সামের এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে গেছে, আজ সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে উপজেলার দরগাহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে মধ্যে কাহালু বেতার কেন্দ্রের সামনে পৌছাঁলে হঠাৎ ভ্যানটির সামনের চাকা খুলে যায়। ওই সময় পিছন থেকে নওগাঁগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মো: ফারুক (৪০), তার শিশু কন্যা মোছা: হুমায়ারা (৭) ও ভ্যান চালক শাহিনুর রহমান (৪৫) মারা যান।
বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩ বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।