বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক রাকিব হোসাইন মোস্তাকিম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর তিনটার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনের ওয়াপদা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম জয়পুরহাট জেলার ক্ষেতলালের হিমাদ্রিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাস্থলের সিসি ফুটেজে দেখা যায়, রেললাইন অতিক্রমের সময় মোটরসাইকেল নিয়ে অসাবধানভাবে দাঁড়িয়ে পড়েন মোস্তাকিম। ট্রেন খুব কাছে চলে আসার পরও তিনি পিছিয়ে যাননি। তবে তার পেছনে থাকা আরেক মোটরসাইকেল আরোহী দ্রুত সরে গিয়ে প্রাণে বেঁচে যান।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন (নাইনটি আপ) ওয়াপদা গেইট অতিক্রম করার সময় একটি দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোস্তাকিমের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে টুকরো-টুকরো হয়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।