বগুড়া জেলার তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মো. হাসান বাসির।
সদর থানার বর্তমান ওসি এসএম মঈনুদ্দীনকে বদলি করা হয়েছে শেরপুর থানায়, আর শেরপুর থানার বর্তমান ওসি মো. শফিকুল ইসলাম শফিককে বদলি করা হয়েছে শাজাহানপুর থানায়।
জেলা পুলিশ সূত্র জানায়, জনস্বার্থে এ বদলি ও পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করতে হবে।