বগুড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বগুড়ায় একত্রিশ বার তোপধ্বনিসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদোয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে একত্রিশ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।
এরপর বগুড়ায় নানা আয়োজনে, আজ ভোর সাড়ে ৬টায় মুক্তির ফুলবাড়িতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শ্রী সুদীপ কুমার চক্রবর্ত্তী। পরে জেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক,সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষেরা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।