বগুড়ার শাজাহানপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠের ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত দেড়টার দিকে শাজাহানপুর থানাধীন দুবলাগাড়ী বাজার সংলগ্ন মো. হারুনুর রশিদের দোকানে ঘটনাটি ঘটেছে।
দোকান মালিক হারুনুর রশিদ (৫০) শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুবলাগাড়ী বাজারের হারুনুর রশিদে ফার্নিচারের দোকান গতকাল রাতের কোনো একসময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। পরে বাজারের আশপাশের মানুষ ধোঁয়া ও আগুনের শিখা দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানে থাকা কাঠ ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।