বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৮ মার্চ) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পান করেন। পরবর্তীতে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, আওরঙ্গজেব ওরফে চিংটু (পিতা: মৃত মোয়াজ্জেম হোসেন), ঠনঠনিয়া হাজিপাড়া, বগুড়া। মোঃ রাসেল (পিতা: মৃত আবু তালেব), হাড়িপাড়া বটতলা, বগুড়া। আবেদ আলী (পিতা: রাদেব হোসেন), ক্ষেতলাল, জয়পুরহাট। তাদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, “হাসপাতাল মর্গে তিনজনের লাশ রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমাদের কাছে খবর এসেছে যে আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যায়।