বগুড়ায় খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেফতার হয়েছেন শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। গ্রেফতারকৃত গাউস শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার মো: শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত গোলাম গাউস লেমনের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। গতকাল খালাতো বোনের বিয়ে উপলক্ষে খালার বাসায় আসেন লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন ছাত্রলী নেতা গোলাম গাউস লেমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এই অবস্থায় থানা পুলিশকে খবর স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে বিক্ষুদ্ধ জনতা আটক ছাত্রলীগ নেতা লেমনকে পুলিশের হাতে তুলে দেয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গতকাল বিকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি রাজনৈতিক মামলাসহ ৫টি মামলা রয়েছে।