ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ মে) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।
সকালে র্যালি দিয়ে শুরু হওয়া মেলায় অতিথিরা জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেস ও ভূমি অধিগ্রহণের মতো জটিল বিষয়গুলোকে জনবান্ধবভাবে সহজ করতে এই উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হোসনা আফরোজা বলেন, “ভূমি সংক্রান্ত সেবা যেন হয় দুর্নীতিমুক্ত, সহজ এবং প্রযুক্তিনির্ভর—এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে আইবাস পদ্ধতির মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হচ্ছে।”
তিনি আরও বলেন, জমি হস্তান্তর, বণ্টননামা এবং নারীদের প্রাপ্য অংশ সংরক্ষণ নিয়েও সবাইকে সচেতন হতে হবে। ভূমি সেবা জনতার দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, পিএম ইমরুল কায়েস, আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ প্রমুখ।
এ সময় ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলা চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে এবং অনেক সেবা হাতেকলমে গ্রহণ করার সুযোগও থাকছে।