বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৫ জুলাই) সকালে শহরের পর্যটন মোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এনসিপি নেতারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পর্বের শুরুতেই এই সাক্ষাৎ ঘটলো।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা শহীদ পরিবারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখতে আসিনি। এটা আত্মার সম্পর্ক। যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা বিচার ও সংস্কারের কথা বলছি। এরপরেই নির্বাচন হতে হবে, যাতে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে ওঠে।”
পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের কলোনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়, যা সাতমাথা গিয়ে মুক্ত মঞ্চে পথসভায় রূপ নেয়। সেখানে বক্তৃতা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এ কর্মসূচিতে শহরের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সংবিধান ও বিচার-সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।