বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ জুলাই) গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) ও তাঁর পুত্রবধূ রিভা বেগম (২৮)। আফতাব হোসেন গ্রামের মৃত পানা উল্লাহ প্রামাণিকের ছেলে। আর রিভা সৌদিপ্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ৭ বছর বয়সী নাতনি মালিহা ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখে চিৎকার শুরু করে। তার হাত বাঁধা অবস্থায় বিছানায় পড়ে ছিলেন রিভা। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। বাড়ির বাইরে ঘরের পাশেআফতাব হোসেনের মরদেহও একইভাবে হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে রিভা তাঁর মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অন্য ঘরে ঘুমিয়েছিলেন আফতাব হোসেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দু’জনকে হত্যা করে।
রিভার ঘরে ঢুকে দেখা যায়, ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছেন, দুর্বৃত্তরা ঘর থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
তবে হত্যার কারণ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। তবে পুলিশ এখনই নিশ্চিত করে কিছু বলছে না।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, “হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস। আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি, পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ, ডাকাতি, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।