বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সাব্বির হোসেন। কথা বলার ফাঁকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৫) উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি একটি চায়ের দোকানে কাজ করতেন বলে
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির কয়েক বছর আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। সেই সময় পরিচয় হয় সুমাইয়া খাতুন নামের এক তরুণীর সঙ্গে। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই বছর আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেও পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। বাধ্য হয়ে তারা দামগাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন।
নতুন পরিবেশে সাব্বির একটি হোটেলে কাজ করে সংসার চালানোর চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক দিন আগে দাম্পত্য কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যান। সাব্বির তাকে ফিরিয়ে আনতে নানা চেষ্টা করলেও সফল হননি।
এরপর শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সঙ্গে বেঁধে ফাঁস দেয় সাব্বির। ঘটনার সময় তার স্ত্রী সুমাইয়া কল কেটে দ্রুত তাদের এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা গিয়ে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’